জাতীয় নির্বাচনের পূর্বেই স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে জোরাল দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামীর। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার রাজবাড়ী জেলা জামায়াতের এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনের আগে অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সরকার যদি আন্তরিক হয়, ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব সেই নির্বাচন করা।
কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরওয়ার বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর আমরা একটা কালো যুগ পার করেছি। যে যুগে মানুষের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না। ইসলামী মূল্যবোধ ও আমাদের জাতিসত্তার অস্তিত্ব মুছে ফেলার জন্য চক্রান্ত চলছিল। আইন আদালতে বিচারের নামে দলীয়করণ ও দুর্নীতি, অর্থনীতিতে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, লুটপাট হয়েছে। নিরীহ আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা ও ইসলামী ব্যক্তিত্বকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। এটা ছিল ইতিহাসের একটা কালো যুগ।
তিনি বলেন, মানুষ এখন মুখে মুখে বলছে জামায়াতে ইসলামের হাতেই দায়িত্ব দিতে চায়। এজন্য কিছু দলের মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আওয়ামী লীগ যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলতো, ঠিক একই স্টাইলে তারা এখন আমাদের বিরুদ্ধে কথা বলছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা বলেছি-স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আগে। কারণ সিটি করপোরেশনে কোনো প্রতিনিধি নেই, পৌরসভাতে নেই, উপজেলাতে নেই। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় অবকাঠামো উন্নয়ন অগ্রগতি ব্যাহত হয়ে আছে, জনদুর্ভোগ বাড়ছে।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা এতে বক্তব্য দেন।