সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে: সারজিস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

স্বৈরাচার ও খুনি হাসিনার বিচারের জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, আমরা যদি বাংলাদেশকে সুসংগঠিত করতে চাই তাহলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা বড় রাজনৈতিক দলে রয়েছে, তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। খুনি হাসিনাকে দেখে যেন আমরা সে শিক্ষা নিতে পারি। আমরা দেশ ও জাতিকে সবার ওপরে রেখে যেন নতুন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। হাসিনা এদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে। খুনি হাসিনার বিচার আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে। কোনো অপরাধীর মুক্তির জন্য আমরা যেন থানায় না যাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধী সব রাজনৈতিক দল-মতের ধর্ম-বর্ণের যে মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই, বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধীদের যত রাজনৈতিক দল ছিল, আপনাদের কৃতজ্ঞতা। বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা-কর্মচারী আছেন তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয় এবং আমরা যেন সবাই হাসিনাকে দেখে শিক্ষা নেই। আপনাদের কাছে অনুরোধ আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস মনে রাখবেন, দিন শেষে দেশ ও দেশের মানুষকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আপনাদের সঙ্গে লড়াইয়ের রাজপথে ও বিজয়ে দেখা হবে সবসময়।