গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ সম্পর্কে দিশা খুঁজে পাচ্ছি না: ফখরুল
-
-
|

ছবি: বার্তা২৪.কম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখনো গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ সম্পর্কে পরিষ্কার কোনো দিশা খুঁজে পাচ্ছি না।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতারের আয়োজন করে দলটি৷ এসময় বক্তব্যের শুরুতে দলের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, দেশের মানুষের যে আকাঙ্খা, ১৫ বছরের মানুষে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, জুলাই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্খা তৈরি হয়েছে, সে আকাঙ্খা হচ্ছে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকঙ্খা। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে অতীতে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য আমাদের এখনো প্রয়োজন। এখন প্রয়োজন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো নিরসন করা।
যে সংস্কারের প্রশ্নগুলো এসেছে, নিঃসন্দেহে আমরা তা অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরাই ২০২২ সালে রাষ্ট্রী সংস্কারে ৩১ দফা দিয়েছিলাম, আমাদের সকল রাজনৈতিক সঙ্গীদের সঙ্গে নিয়ে তা প্রণয়ন করেছিলাম। আমরা পরিষ্কার করে বলেছিলাম, আমরা যদি জনগণের দ্বারা নির্বাচিত হই তাহলে একটা জাতীয় সরকার গঠন করব। জাতীয় সরকার এই ৩১ দফাকে বাস্তবায়ন করবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাবগুলো ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে৷ আমি অনুরোধ করব এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দেওয়ার। যাতে সবাইকে নিয়ে সামনে এগোতে পারি৷
গণতন্ত্রের পথে যাওয়ার বিকল্প নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচনের কথা পরিষ্কারভাবে বলছি যাতে জনগণের নির্বাচিত সরকার গঠন করা যায়৷ নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে৷
বিএনপির ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।