‘পরিপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচন যেন না দেওয়া হয়’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচন যেন না দেওয়া হয় মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ দফতর সম্পাদক এডভোকেট বরকত উল্লাহ লতিফ। তিনি বলেন, সংস্কারগুলো পরিপূর্ণ বাস্তবায়নের পর যেন নির্বাচন দেওয়া হয়। অনেকেই বলছে যেন তেন সংস্কার শেষে নির্বাচন। অনেকেই বলে ক্ষমতায় গিয়ে ৭৪ এর কালো আইন বাতিল করবে। অনেকেই সুন্দর সুন্দর কথা বলেন। নির্বাচনের পর ক্ষমতায় গেলে তা বেমালুম ভুলে যায়। সংস্কার যদি পরিপূর্ণ না হয়, নির্বাচিত সরকার এসে সংস্কার করবে এটি বিশ্বাস হয় না।

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুরে একটি কল্যাণময় সামজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতর মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।

বরকত উল্লাহ আরও বলেন, সংস্কার একশতে একশ বাস্তবায়ন পরেই আমরা নির্বাচন চাই। শুক্রবার ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, যদি আপনারা পরিপূর্ন সংস্কার চান, তাহলে নির্বাচন জুলাইতে হবে। নির্বাচন ৬ মাস পেছালে সমস্যা নাই। ৬ মাস পিছিয়ে যদি সংস্কার পরিপূর্ণ হয়, তাহলে আমাদের যে কাঙ্খিত বাংলাদেশ সেটি আমরা প্রত্যাশা করতে পারি। আর যেন তেন সংস্কারে যদি ডিসেম্বরে নির্বাচন হয়ে যায়, তাহলে সেই কাঙ্খিত বাংলাদেশ আমরা পাবো না।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারীর ইউসুফ আল মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালন জাকির হোসেন পাটোয়ারী, সংগঠনের জেলা কমিটির সহ সভাপতি মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি জহির উদ্দন, সহকারী সেক্রেটারী লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি নাছির আহমেদ, যুব আন্দোলনের জেলা সভাপতি মোখলেসুর রহমান ও ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইউনুস খাঁন প্রমুখ।