সংসদে গৃহীত সংবিধানকে যেই নামেই ডাকুন আপত্তি নাই: সালাহউদ্দিন
-
-
|

ছবি: সংগৃহীত
গণপরিষদ নয় বরং একটি শক্তিশালী সংসদে গৃহীত সংবিধানকে যেই নামেই ডাকা হউক তাতে আপত্তি নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, যারা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চান আমি তাদের বলতে চাই, আপনারা সংবিধান সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। আপনাদের একজন প্রতিনিধি সংবিধান সংস্কার কমিশনে একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলোসহ আমরাও সেই সংস্কার কমিশনগুলোতে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছি।
সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সবাই মিলে একটি শক্তিশালী সংসদ বিনির্মাণ করি যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হবে। এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অবহিত করুন আমাদের কোনো আপত্তি নাই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই বাংলাদেশকে আপনারা যদি মনে করেন, আপনাদের মত একটি রিপাবলিক হিসেবে নামকরণ করবেন, সেটা আপনাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে, দলীয় আকাঙ্ক্ষা থেকে নামকরণ করতে পারেন, যেই নামেই ডাকুন না কেন, সেই বাংলাদেশে আমাদের সম্প্রীতির সঙ্গে বসবাস করতে হবে।
শেখ হাসিনার আমলে এই দেশের মুসলমানরাই সবচেয়ে বেশি নির্যাতিত ছিল উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার আমলে এই দেশের আলেম সমাজরাই সবচেয়ে নির্যাতিত ছিল। ইসলামি শিক্ষা অনুযায়ী আমাদের লক্ষ রাখতে হবে, বাংলাদেশে হিন্দু, বৌধ, খ্রিষ্টান, মুসলমান আমরা সবাই যেন আমরা একতায় নাগরিক হিসেবে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, কোনো শক্তিই যেন সাম্প্রদায়িক বিষ বপন করে দিতে না পারে। হিন্দুসহ অন্য ধর্মালম্বীদের যেন আমরা সংখ্যালঘু না বলি, সাংবিধানিকভাবে সকল নাগরিককে যেন নাগরিকই বলি, সেই রকম একটা পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। আপনাদের নেতৃত্বে এটা ঠিক করতে হবে, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা।