বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামের স্ত্রী ও দলের চেয়ারপাসর্নের উপদেষ্টা ব্যারিস্টার শাহিদা রফিক আর নেই।

রোববার (২ মার্চ) ভোরে ইবনে সিনা হাসপাতালে ৭৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যু কালে অসুস্থ স্বামী দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন তিনি।

শাহিদা রফিক এর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মরহুমের প্রথম জানাজা জোহর নামাজের পর ধানমন্ডি ১৫ আইএসটি বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় নামাজে জানাজা আসর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের অনুষ্ঠিত হবে।