জুলাই-আগস্ট আন্দোলনের মহানায়ক তারেক রহমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, পাঁচ তারিখে এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারদের বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বিশ্বের মানুষ জানে জুলাই-আগস্টের আন্দোলনের মহানায়ক ছিলেন তারেক রহমান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ২টায় আজাদী ময়দানে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেলালুজ্জামান তালুকদার লালু এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১২টার পর থেকে জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জনসভায় অংশ নিতে থাকে।

হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষ সমর্থন করে ক্ষমতায় বসিয়েছি। তাদের কাছে আমাদের চাওয়া একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন। আমরা এই সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলন করতে চাই না। এই সরকার ফেল হোক তাও চাই না।

বিজ্ঞাপন

সমাবেশের প্রধান বক্তা শামা ওবায়েদ বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার ৬ মাস পরেও কেনো বিএনপির জেলায় জেলায় সমাবেশ করতে হচ্ছে! হাসিনা পালিয়ে গেছে জিনিসের দাম কমে নাই, সিন্ডিকেট ভাঙাতে পারেন নাই, দুর্নীতি কমাতে পারেন নাই, নারীরা ধর্ষিত হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে! ইউনূস সাহেব এই ৬/৭ মাসে আপনি একটা নমস্কারও করতে পারেন নাই।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলীর (বাবু) সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম।