বিএনপি নেতাকর্মীদের নামে অপপ্রচার বন্ধের আহ্বান তারেক রহমানের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফাইল ছবি

বিএনপি নেতাকর্মীদের নামে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, দলের গুণগত পরিবর্তনের কাজ চলছে। অপরাধ করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, ‘রাজনীতিতে গুণগত পরবির্তন আনার কাজ শুরু করেছে বিএনপি। অপরাধ করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে নেতাকর্মীদের বিরুদ্ধে।’

বিএনপি পুর্নগঠনের কাজ চলমান জানিয়ে তারেক রহমান বলেন, ‘নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে দেশে পুর্নগঠন হবে। রাষ্ট্রসংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করা গেলেই, দেশ ও মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটবে। সমাধান আসবে রাজনীতি, শিক্ষা, বেকারত্বের অবসানসহ সবক্ষেত্রে।’

বিজ্ঞাপন