করোনা: গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সুস্থ ৭৭, আক্রান্ত ৬১

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৭৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১ জন। মারা গেছেন ১ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪১ জন, নারী ১৮ জন ও শিশু ২ জন।

রোববার (৫ জুলাই) দুপুরে বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৪ জন পজিটিভ। টিএমএসএস মেডিকেল কলেজে ১৮৫টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৭ জন পজিটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৪৭ জন, শাজাহানপুরে ৬ জন, শেরপুরে ৫ জন, সোনাতলায় ২ জন এবং কাহালুতে ১ জন রয়েছেন।

বিজ্ঞাপন

এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৩৩০৭ জন। গত ২৪ ঘণ্টায় ৭৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ৯৩৭ জন। মারা গেছেন নতুন করে ১ জনসহ মোট ৬১ জন।