ময়মনসিংহে ট্রাক -সিএনজি অটোরিকশা সংঘর্ষ নিহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনা আরও তিন জন যাত্রী গুরুতর আহত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে শেরপুর -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ফুলপুর ভাইটকান্দি (চওড়া বাড়ী) নামক স্থানে এই ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, যাত্রীবাহী একটি সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর শেরপুর সড়কের ভাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে যেতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও দু'জন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আমি ঘটনাস্থলে কাজ করছি। নিহতদের নাম পরিচয় পরে জানানো হবে বলেও জানান তিনি।