নোয়াখালীতে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোায়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৯ জনে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৩৪ জন।

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

বিজ্ঞাপন

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৮৩ জন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২৬৪ জন, মৃত্যু ৪৯ জন ও সুস্থ হয়েছেন ১১০৩ জন।

বিজ্ঞাপন