সাভারে করোনামুক্ত আরো ১১ জন, আক্রান্ত ৩

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারে আরো ১১ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩ জন। এ নিয়ে সাভারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৯৭ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. ফেরদৌসী আক্তার।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ২৭ জুন পর্যন্ত ৩ হাজার ৮৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮০১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯৭ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন।

তিনি জানান করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়া হোম আইসোলোশনসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরো ৭৭ জন।

বিজ্ঞাপন