করোনায় আক্রান্ত হয়ে প্রতিরক্ষা সচিব মোহসীন চৌধুরীর মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

করোনায় আক্রান্ত হয়ে প্রতিবরক্ষা সচিব মোহসীন চৌধুরীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে প্রতিবরক্ষা সচিব মোহসীন চৌধুরীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সিনিয়র সচিবের প্রশাসনিক কর্মকর্তা মো. ভাসানী মির্জা বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করছেন।

ভাসানী মির্জা বার্তা২৪.কমকে বলেন, ‘সকাল ৯ টা ৩৫ মিনিটে স্যারের মৃত্যু ঘোষণা করা হয়। উনি ২৯ মে থেকে সিএমএইচ-এ ভর্তি ছিলেন। স্যার করোনা পজিটিভ রোগী ছিলেন’।

বিজ্ঞাপন

১৯৬৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সম্ভ্রান্ত চৌধুরী বংশে আবদুল্লাহ আল মোহসিন চৌধুরীর জন্ম। এ বছরের ৮ জানুয়ারি তিনি প্রতিরক্ষাসচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।