না.গঞ্জের ৩ এলাকার লকডাউন প্রত্যাহার, নতুন আরেকটির প্রস্তুতি

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নারায়ণগঞ্জে লকডাউন করা তিনটি এলাকা প্রত্যাহার করে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বুধবার (১০ জুন) দুপুরে সেখান থেকে সড়িয়ে নেয়া হয়েছে পুলিশ সদস্যদের এবং বাঁশের ব্যারিকেড। শহরের আমলা পাড়া, জামতলা এবং রূপায়ন টাউন ১৫ থেকে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করলেও তার পূর্বেই তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

জেলা প্রশাসক জসিম উদ্দিন জানিয়েছেন, এটি একটি পাইলট প্রকল্প ছিল। এই তিনটি এলাকা গত দুইদিন লকডাউন করে মানুষের সুবিধা অসুবিধা এবং করোনা প্রতিরোধে কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন তা পর্যবেক্ষণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকা সেসব ত্রুটি শুধরে লকডাউন বাস্তবায়ন করা হবে। এছাড়া স্বাস্থ্য বিভাগের নির্দেশে রূপগঞ্জের একটি এলাকা লকডাউন করার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

এদিকে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৬৬ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৭১ জন এবং মোট মৃতের সংখ্যা ৯৩ জন।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানান, লকডাউন প্রত্যাহার করে নেয়ায় দুপুর থেকে তিনটি এলাকার পুলিশ প্রহরা সরিয়ে নেয়া হয়েছে। পরবর্তি নির্দেশনা অনুযায়ী নতুন লকডাউন এলাকায় পুলিশ প্রহরা বসানো হবে। এছাড়া লকডাউনে আটকে পরা মানুষের জীবন এবং জীবিকার কথা বিবেচনা করে নতুন লকডাউন এলাকায় পূর্বের অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

বিজ্ঞাপন