আগের থেকে ভালো আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্যে ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আগের চাইতে ভালো বোধ করেছেন। এখন তিনি নিজেই খাবার গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকালে ডা. জাফরুল্লাহ'র চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) মামুন মোস্তফী এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর COVID এবং গুরুতর নিউমনিয়া জনিত সংক্রমক নিয়ে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠিত হয়। সেখানে দেশের এবং বিদেশের বিভিন্ন চিকিৎসকগণ অংশগ্রহণ করেন। তাহার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেন গ্রহণের মাত্রা আর অবনতি হয়নি। তিনি আগের চাইতে ভালো বোধ করেছেন এবং আলহামদুলিল্লাহ নিজে খাবার গ্রহণ করছেন।

এর আগে গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়।

বিজ্ঞাপন