বগুড়ায় আরো ১৭ জন করোনায় আক্রান্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় পুলিশ সদস্য, কারারক্ষীসহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (২০ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৮৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এর মধ্যে ১৭ টি রিপোর্ট ফল পজিটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে শেরপুর উপজেলায় ৩ জন, গাবতলী উপজেলায় ৪ জন এবং বগুড়া সদরের বাসিন্দা ১০ জন। শেরপুরে আক্রান্ত ৩ জনের মধ্যে শেরপুর থানার এক পুলিশ কনস্টেবল রয়েছেন।

বিজ্ঞাপন

বগুড়া সদরে আক্রান্ত ১০ জনের মধ্যে ৬ জন জেলা কারাগারের কারারক্ষী বলে জানিয়েছে সিভিল সার্জন।

বগুড়া জেলায় মোট আক্রান্ত ১১২ জন। এদের মধ্যে ১৪ জন সুস্থ হয়েছেন।