সিলেটে ডাক্তার-নার্সসহ আরও ১১ জনের করোনাজয়

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেটে সুস্থ হয়ে উঠেছেন করোনা আক্রান্ত আরো ১১ জন

সিলেটে সুস্থ হয়ে উঠেছেন করোনা আক্রান্ত আরো ১১ জন

সিলেটে চিকিৎসক ও নার্সসহ আরও ১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে তারা করোনাজয় করে বাড়ি ফেরেন।

বিজ্ঞাপন

সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের একজন ডা. দিলীপ কুমার ভৌমিক; তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান।

ডা. দিলীপের সঙ্গে সুস্থ হয়েছেন ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. এম. এ মান্নান। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তিন নার্স ও বিভিন্ন উপজেলার ৬ ব্যক্তি সুস্থ হয়েছেন।

বিজ্ঞাপন

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বার্তা২৪.কমকে বলেন, গত দুই দিনে ১১ জনের করোনা পরীক্ষার ফল দুই বার করে নেগেটিভ আসায় আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের বাসায় গিয়ে দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছি।

এখন পর্যন্ত সিলেট জেলায় ১৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪ জন।