নাটোরে পুলিশ-আনসারের ২০ সদস্যসহ নতুন আক্রান্ত ৩০

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

নাটোরে নতুন করে করোনা শনাক্ত ৩০ জনের মধ্যে ১৯ জন পুলিশ সদস্য ও একজন ব্যাটালিয়ন আনসার সদস্য রয়েছেন।

আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে সিংড়া থানার ১২ জন, বড়াইগ্রাম থানার ৬ জন এবং বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একজন।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) দিবাগত রাতে বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি বলেন, আক্রান্ত সকল পুলিশ সদস্যই সুস্থ রয়েছেন। তাদের কারো করোনার উপসর্গ নেই। আমরা আক্রান্ত পুলিশ সদস্যদের আলাদাভাবে কোয়ারেন্টিনের ব্যবস্থা করছি। এদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো বা আনুষঙ্গিক সকল ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার আরও বলেন, একসাথে এতজন পুলিশ সদস্য আক্রান্ত হলো শুধু মানুষকে সচেতন করতে গিয়ে। তবুও আমাদের মনোবল অটুট রয়েছে। আমরা জীবনের ঝুঁকি নিচ্ছি শুধু মানুষের জন্য। এখন অন্তত মানুষের উচিত ঘরে থাকা।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩০ জনসহ নাটোরে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ জন।