নেত্রকোনায় পাঁচ বছরের শিশু করোনায় আক্রান্ত
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

প্রতীকী
নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় পাঁচ বছর বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৮ জনে।
সোমবার (১৮ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব পাঠানো নমুনা পরীক্ষায় শিশুর শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্ত শিশুটি জেলার সদর উপজেলার বাসিন্দা।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান বলেন, ১৮ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নেত্রকোনার ১৭২টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ৪৬টির রির্পোট স্থগিত রয়েছে।
প্রাপ্ত ১২৬টি নমুনা পরীক্ষার মধ্যে করোনা শনাক্তকৃত পাঁচ বছর বয়সী একজন শিশু রয়েছে বলে জানান সিভিল সার্জন।
জেলায় মোট করোনা শনাক্ত রোগী ১১৮ জন। সুস্থ হয়েছেন ৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন দুইজন।