নাটোরে মার্কেট বন্ধ ঘোষণা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

নাটোরে আবারও মার্কেট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

নাটোরে আবারও মার্কেট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য নাটোর জেলার মার্কেট ও বিপণীবিতান পুনরায় বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটা করা এবং নাটোর জেলায় হঠাৎ করেই ৩০ জনের করোনা শনাক্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সোমবার (১৮ মে) রাত ১১টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

বার্তা২৪.কমকে জেলা প্রশাসক বলেন, আমরা বারংবার নানা উপায়ে জনগণকে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার অনুরোধ করেছি। এছাড়া বিক্রেতারাও প্রতিশ্রুতি রক্ষা করেননি। ফলে অনাগত দিনগুলোর কথা চিন্তা করে এবং বৃহৎ জনস্বার্থে আমরা জেলার বিপণিবিতান ও মার্কেট বন্ধ ঘোষণা করছি। তবে জরুরি সেবার আওতায় থাকা দোকানপাট যথারীতি খোলা থাকবে।

সরকারের সিদ্ধান্ত মোতাবেক গত ১০ মে থেকে মার্কেট ও দোকানপাট সীমিত পরিসরে খোলার সুযোগ দেয় জেলা প্রশাসন। যথাযথভাবে নির্দেশনাগুলো মেনে নেয়ার শর্তে নাটোরের দোকানপাট ও বিপনী বিতান খোলেন ব্যবসায়ীরা।

তবে সীমিত আকারের পরিবর্তে সব কয়টি মার্কেট ও বিপণি বিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। এ অবস্থায় সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ সদস্যসহ ৩০ জন করোনায় আক্রান্ত হলে  জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দোকানপাট আবারো বন্ধের ঘোষণা করা হলো।

নাটোর জেলায় এখন পর্যন্ত মোট ৪৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

বিজ্ঞাপন