করোনা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের হাতে ভাই খুন
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

ম্যাপ
কুমিল্লার নাঙ্গলকোটে মহামারি করোনাভাইরাস নিয়ে দ্বন্দ্বের জেরে হোসেন মিয়া নামে এক ব্যক্তি নিজের বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন।
সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার দৌলখাঁর ইউনিয়নের সোন্দাইল গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে থানা পুলিশ।
আটকরা হলেন— নিহত হোসেন মিয়ার বড় ভাই দুলাল, তার স্ত্রী কাজল বেগম, ছেলে সহিদ, আরমান, রেহেনা বেগম ও ছেলে ফারুক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছু দিন আগে নিহতের বড় ভাই দুলালের দুই ছেলে সহিদ ও আরমান হোসেন ঢাকা থেকে বাড়িতে আসেন। তাদের চাচা হোসেন মিয়া ওই দুই জনকে বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করেন। পাশাপাশি তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন।
এতে ভাতিজারা ক্ষিপ্ত হয়ে চাচা হোসেন মিয়াকে গালমন্দ করেন। এ ঘটনার জের ধরে সোমবার উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিহতের বড় ভাই দুলাল, তার ছেলে সহিদ, আরমান, আজিম, জালাল, ফারুকসহ অন্তত ১২ জন অস্ত্র-শস্ত্র দিয়ে হোসেন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।
হোসেন মিয়ার স্ত্রী কহিনুর বেগম বলেন, করোনাভাইরাস নিয়ে ভাই ও ভাতিজাদের সাথে কথা কাটাকাটি হয় আমার স্বামীর। এক পর্যায়ে তারা লাঠি ও রড দিয়ে এলোপাথারি পিটিয়ে তাকে হত্যা করে। আমি খুনিদের ফাঁসি চাই।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ভাই-ভাতিজারা মিলে হোসেন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।