বরিশালে ১৮২ প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশালে প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে

বরিশালে প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে

করোনা পরিস্থিতিতে বরিশাল জেলার ১৮২ জন প্রতিবন্ধীকে ১ লাখ ৮২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বরিশাল সিটি করপোরেশন এলাকার ১০২ জনসহ জেলার ১০ উপজেলার ৮০ জন প্রতিবন্ধীর প্রত্যেকে এক হাজার টাকা করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) রাতে আর্থিক সহায়তার বিষয়টি বার্তা২৪.কমকে নিশিত করেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার।

তিনি জানান, বরিশাল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সহযোগিতায় প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা করা হয়েছে।

বিজ্ঞাপন