দেশে করোনা আক্রান্ত ১৮৮৬৩ জন, মৃত্যু ২৮৩
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এটাই একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। সর্বশেষ আক্রান্তদের নিয়ে সারা দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৮৮৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে ১৪ জন মারা গেছেন। ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছেন ২৮৩ জন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৪১ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৮৬৩ জনে।
গত ২৪ ঘণ্টা ২৪২ জন করোনা আক্রান্ত্র রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৬০৩ জন।
ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৮৩৭টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৩০টি।
মোট ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ ব্যক্তির মধ্যে ১১ জন পুরুষ এবং ৩ জন নারী। মৃতদের ৯ জন ঢাকার বাকিরা ঢাকার বাইরের।
ডা. নাসিমা সুলতানা বলেন, আমাদের প্রতিরক্ষা আমাদের নিজেদের হাতে। আমরা সচেতন থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষায় রাখতে পারব। আমরা এখন যুদ্ধ অবস্থার মধ্যে আছি। আমাদের এখন মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখতে হবে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য।