বগুড়ায় নিউমার্কেট বন্ধ ঘোষণা
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

বগুড়া নিউমার্কেট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় বগুড়ায় নিউমার্কেটসহ আশেপাশের কয়েকটি মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা ১২টা থেকে মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়। ঘোষণার পর থেকে মার্কেটগুলোতে ক্রেতাসাধারণ হুমড়ি খেয়ে পড়েন।
কিছু কিছু মার্কেটে জীবাণুনাশক ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা রাখা হলেও বেশির ভাগই নির্দেশনা মানেনি। বিশেষত বগুড়া নিউমার্কেট ও তার আশেপাশের মার্কেটগুলোর বেহাল দশা দেখা যায়।
মার্কেটগুলোর সরু গলিতে লোকজন গা ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা করায় রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।
এরপরপর জেলা প্রশাসন জরুরি বৈঠকে নিউ মার্কেটসহ আশেপাশের মার্কেটগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়। শহরের অন্যান্য মার্কেটগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে সেগুলোও বন্ধ করে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।