জেলে পরিবারের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সমুদ্র ও উপকূলীয় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নৌবাহিনীর ৭টি জাহাজ

সমুদ্র ও উপকূলীয় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নৌবাহিনীর ৭টি জাহাজ

দেশের সমুদ্র ও উপকূলীয় দরিদ্র ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর ৭টি জাহাজের নৌ সদস্যরা হতদরিদ্র জেলে পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

বিজ্ঞাপন

পাশাপাশি তারা এসব জেলে ও তাদের পরিবারের সদস্যদের জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার (১২ মে) আইএসপিআর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান সেন্টমার্টিনে, বানৌজা শাহজালাল কক্সবাজারে, বানৌজা সাগর ও দুর্জয় ভাষানচরে, বানৌজা নিশান হাড়বাড়িয়ায় এবং বানৌজা কর্ণফুলী ও কপোতাক্ষ বরিশালে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসব জাহাজ গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল দেয়ার পাশাপাশি উদ্ভূত করোনা পরিস্থিতি মোকাবিলায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলারগুলোকে মাইকিং করে সতর্ক করছে।

এছাড়া টেকনাফ, সন্দ্বীপ ও হাতিয়ার চরাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে নৌসদস্যরা স্থানীয় অসহায় ও দুস্থ জেলে পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন।

অন্যদিকে মংলা নৌ কন্টিনজেন্ট দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের প্রায় ৩০০ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ, ছোলা, সুজি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

উল্লেখ্য, নৌবাহিনী রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার সমুদ্র ও উপকূলীয় জেলাগুলোতে নৌ কন্টিনজেন্ট মোতায়েনের মাধ্যমে স্থানীয় এলাকাগুলোতে নিয়মিত জীবাণুনাশক ওষুধ ছিটানো, খাদ্য ও চিকিৎসা সহায়তা এবং টহল দেয়াসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।