সাভারে নারীসহ আরও দুই জনের দেহে করোনা শনাক্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারে করোনাভাইরাসে আরও দুইজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার নাজমুল হক মিঠু।

বিজ্ঞাপন

তিনি জানান, সাভারে নারীসহ নতুন আরো দুইজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন আক্রান্তের মধ্যে একজন সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকার ও অপরজন সাভারে ফুলবাড়িয়ার এলাকার বাসিন্দা। বিষয়টি আইডিসিআরের মাধ্যমে জানা গেছে বলেও জানান তিনি।

আক্রান্ত ওই দুইজনের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিলো। আইডিসিআর তাদেরকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে বললেও তারা তা করেননি। বিষয়টি জানার সাথে সাথে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের মিরপুর লালকুঠির হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

করোনা আক্রান্তদের এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ।