গফরগাঁওয়ে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুল্লাহ (৪২) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার যশরা ইউনিয়নের জনতার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই কৃষকের বাড়ি ও তার শ্বশুরবাড়ি পাশাপাশি। তিনি তার শ্বশুরবাড়িতে গিয়ে রাত্রিযাপন করেছিলেন। সকালে অনেক বেলা হয়ে যাওয়ার পরও তিনি ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করেন বাড়ির লোকজন। তবে সাড়াশব্দ না পেয়ে ঘরে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় বলে জানান ওসি।
মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।