বগুড়ায় ৫টি বাড়ির লকডাউন প্রত্যাহার
করোনা সন্দেহে বগুড়া মোহাস্মদ আলী হাসপাতালে ভর্তি হওয়া শহরতলীর চক কানপাড়ার সেই বৃদ্ধা করোনায় আক্রান্ত হননি। ফলে ওই এলাকায় লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লকডাউন প্রত্যাহার করে নেন।
জানা গেছে, গত ৫ এপ্রিল চক কানপাড়ার ৬৫ বছর বয়সী বিদেশ ফেরত এক বৃদ্ধা করোনা উপসর্গ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। ওই দিন থেকেই তাকে আইসোলেশনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়। পর দিন ৬ এপ্রিল স্থানীয় প্রশাসন আশেপাশের ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙ্গিয়ে দেন।
পরে ওই বৃদ্ধার নমুনা পরীক্ষায় ওই বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়নি বলে নিশ্চিত হওয়া যায়। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ৫টি বাড়ি লক ডাউন প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম।