বিয়ে করতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে ১১ মামলার আসামি নিহত
নোয়াখালীর কুতুবপুরে সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. মাহফুজকে (৩২) গুলি করে হত্যা করা হয়েছে । নিহত মো. মাহফুজ হাজিপুর ইউনিয়নের মো. চেরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে সুমন বাহিনীর সাথে সম্রাট বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মাহফুজকে কুতুবপুরে বিয়ে করতে গেলে কনের বাড়িতে সম্রাট বাহিনীর লোকজন এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুলি করে হত্যা নিশ্চিত করে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।