গাংনী পৌর এলাকায় ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু
মেহেরপুরে গাংনী পৌর এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
ইতিমধ্যে জেলার দুই পৌর এলাকায় দরিদ্র মানুষের মাঝে এই চাল বিক্রি ব্যাপক সাড়া ফেলেছে। তাই প্রতিদিনের বরাদ্দের পরিমাণ বৃদ্ধির জন্য দাবি করেছেন সাধারণ মানুষ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে মাথা পিছু ৫ কেজি চাল ১০ টাকা কেজি দরে কিনতে পারবেন দরিদ্র মানুষ। সপ্তাহে তিন দিন ওএসএস ডিলারদের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। প্রতিদিন জেলা শহরে ১০ হাজার ও গাংনী উপজেলা শহরে ৯ হাজার কেজি চাউল বিক্রির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাহিদা অনুযায়ী বিক্রির পরিমাণ আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র।