নান্দাইলে সংঘর্ষ ফিরাতে গিয়ে নিহত ১

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের নান্দাইলে ছাগলে শসা ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ফিরাতে গিয়ে আবুল বাশার (৫৫) নামে এক ব্যক্তি লাঠির আঘাতে নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের আছুম উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় দু'পক্ষের ৭ জন গুরুতর আহত হয়েছে।

জানা গেছে, উপজলার ভাটি সাভার গ্রামের শাহাব উদ্দীনের ছাগল সোমবার দুপুরে প্রতিবেশী সিরাজ উদ্দিনের শসা ক্ষেতে গিয়ে শসা খেয়ে ফেলে। এ নিয়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ বাধে। এসময় প্রতিবেশী আবুল বাশার সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাত পেযে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে সিরাজ উদ্দীন, মুজিবুর রহমান, রিয়াজ উদ্দীন, রুহুল আমিন, শরাফত, মতিউর রহমান, শহীদসহ সাতজন আহত হয়েছেন। আহতরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।