বাড়বে তাপমাত্রা, বজ্রবৃষ্টির সম্ভাবনা

  • নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গত দু’দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হচ্ছে। একইসঙ্গে শিলা বৃষ্টিও হচ্ছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

আবহাওয়া অফিস বলছে, রাজধানী ঢাকাসহ দেশের দু-এক জায়গায় ফের বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ সময় আবহাওয়ার অবস্থা ভালো থাকবে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

বর্তমানে রাজশাহী, পাবনা, ঢাকা এবং ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার (৪ এপ্রিল) সকালে রাজধানীতে ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখরতা বাড়ে। তবে মাঝে মাঝে আকাশ মেঘলা দেখা গেছে। ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এর আগের দিন শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা রয়েছে।