ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ পোশাক শ্রমিক নিহত
ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশার সাথে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- সাইফুল ইসলাম (৩২) ও নাজমা আক্তার (২৫)।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জ স্বপ্নার মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন অটোরিকশাটিতে থাকা আরও দুই যাত্রী।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি পোশাক শ্রমিকদের নিয়ে নেত্রকোনা থেকে ময়মনসিংহে আসছিলেন। সদরের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড়ে আসলে সিএনজিটিকে বিপরীতমুখী বালুবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান। পরে আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে নাজমা আক্তারের মৃত্যু হয়।
মরদেহ দুটি মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।