ময়মনসিংহে আরও এক ফার্মেসিকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে একটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহে একটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহে মাস্কের দাম বেশি রাখায় দুই ফার্মেসিকে জরিমানা করার পর ফের অভিযান চালিয়ে আরও এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় নগরের চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান।

বিজ্ঞাপন

তিনি জানান, করোনাভাইরাস মোকাবেলায় হঠাৎ মাস্ক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেটিকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে। তাই দাম নিয়ন্ত্রণে রাখতে চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এনাম ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, সোমবার দুপুরে নগরের দুর্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একই অপরাধে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন