ভালুকায় ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ভালুকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মোসাদ্দেক বিল্লাহ (৩০) নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোসাদ্দেক বিল্লাহ স্থানীয় লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করত। আজ (০৫ মার্চ) দুপুরে কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত মোসাদ্দেক বিল্লাহ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।