সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়: সহকারী অ্যাটর্নি জেনারেল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বর্তমান সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, আর সেই জায়গায় আমাদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।

শনিবার (২২ মার্চ) বাগেরহাটের মোংলা উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক, আলেম ওলামা, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং শ্রমিকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজে যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় তার জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারি সেই দোয়া এবং সহযোগিতা চাই। যারা ন্যায় বিচার পাননি আমি তাদের পাশে থাকব।

তিনি আরও বরেন, আল্লাহর কাছে দোয়া করি আমার ওপর যে দায়িত্ব বর্তমান সরকার দিয়েছে তা যেন আমি সততার সঙ্গে পালন করতে পারি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পারি।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন, উপজেলা জামায়েতের সাধারণ সম্পাদক রাশিদুর রহমান শিশির, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক এমরান হোসেন, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, জামায়েতের পৌর আমির এমএ বারী, নায়েবে আমির মাওলানা মনিরুজ্জামান, মোংলা বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক একেএম সাহাবুদ্দিন, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার প্রমুখ।