মানিকগঞ্জে পৃথক স্থান থেকে তিন নারীর মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ও পশ্চিম শানবান্দা এবং সাটুরিয়া উপজেলা থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মো. সালাউদ্দিন বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রাম থেকে তনিমা আক্তার (১৬) নামে এক এস.এস.সি পরিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। তনিমা ওই এলাকার মো. রফিক মিয়ার মেয়ে।

এদিকে সদর উপজেলার পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর কোন নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয়দের দেওয়া খবরের ওপর ভিত্তি করে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও জেলার সাটুরিয়া উপজেলার বরুন্ডী-কান্দাপাড়া এলাকা থেকে আফসানা আক্তার (১৬) নামে আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। আফসানা ওই এলাকার আহাদ আলীর মেয়ে।

উদ্ধার হওয়া মরদেহ তিনটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদের মধ্যে আফসানা ও তনিমা আত্মহত্যা করে। কিন্তু কালীগঙ্গা নদীতে ভাসমান মরদেহের বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি অতিরিক্ত পুলিশ সুপার মো সালাউদ্দিন। মরদেহ তিনটি উদ্ধারের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।