গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণের মূলহোতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত/  মূল আসামি সিফাত মুন্সী গ্রেফতার

ছবি: সংগৃহীত/ মূল আসামি সিফাত মুন্সী গ্রেফতার

পটুয়াখালীর দুমকীতে গণঅভ্যুত্থানে নিহতের মেয়েকে ধর্ষণের ঘটনার মূল আসামি সিফাত মুন্সীকে (১৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। এ ধর্ষণ মামলার দুই আসামির মধ্যে দুই জনকেই পুলিশ গ্রেফতার করেছে বলে জানান তিনি।

গত মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি এলাকায় গণঅভ্যুত্থানে নিহত বাবার কবর জিয়ারত করতে যায় শহীদের কলেজ পড়ুয়া মেয়ে। কবর জিয়ারত শেষে একই এলাকায় থাকা নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। পথিমধ্যে সন্ধ্যাও হয়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় একই এলাকার মুন্সী বাড়ির কাছে পৌঁছালে স্থানীয় মৃত মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী (২০) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (১৯) ওই শিক্ষার্থীকে জোরপূর্বক একটি নির্জন বাগানে নিয়ে দুইজনে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ওই দুই যুবক ধর্ষণের ভিডিও তাদের মোবাইলে ধারণ করে মুখ বন্ধ রাখতে ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

থানায় অভিযোগ দেওয়ার পর ধর্ষক সাকিব মুন্সীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু সিফাত মুন্সী এলাকা থেকে পালিয়ে যায়। শুক্রবার ভোর ৫টায় পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে।