বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই জনের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই জনের

বগুড়ার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই জনের

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। 

শুক্রবার (২১ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রনবীরবালা এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৪৮) ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিক হানিফ উদ্দিন (৩৬)।

স্থানীয়রা জানান, ট্রাকটি ধুনট থেকে শেরপুর যাচ্ছিল। এ সময় রনবীরবালা বশীর পাগলা মাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা হানিফ নামের এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ২০০ গজ দূরে নিয়ে যায়। পরে সেখানে গিয়ে ট্রাকটি যাত্রীবাহী একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

আহত সুনিল জানান, তারা সকালে ঝাজর এলাকা থেকে ভটভটিতে ১৭ জন মহিলা ও ৫ জন পুরুষ আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলেন। এসময় রনবীরবালা এলাকায় পৌঁছালে এই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।