মোহাম্মদপুরে সারজান হত্যা মামলার আসামি শেখর গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরের আলোচিত সারজান হত্যা মামলার আসামি ও জেনেভা ক্যাম্পের কলিম জাম্বুর অন্যতম সহযোগী শেখরকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২১ মার্চ) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতিবার রাজধানীর আসাদগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

খান আসিফ তপু বলেন, গত বছরের ২৬ অক্টোবর মাদক বিক্রয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গোলাগুলি ও বোমা বিস্ফোরণে পথচারী সারজানসহ আট থেকে ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা সারজানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন , এ ঘটনায় নিহত সারজানের বাবা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আসামি শেখরকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

শেখরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।