কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছাত্রলীগের কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে নয়নকে (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড়ে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন ওরফে নয়নকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আশিক হত্যা মামলা, টেন্ডারবাজি সহ একাধিক মামলা রয়েছে। সাদ্দাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আশিক হত্যা মামলাসহ একাধিক মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে গ্রেফতার করেছে ডিবি'র একটি চৌকস টিম।