ডাক বিভাগকে আধুনিকায়ন করা জরুরি: মেয়র শাহাদাত
-
-
|

ছবি: সংগৃহীত
দেশের ডাক বিভাগকে আধুনিকায়ন করা জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশে ডাক পরিষেবা প্রদানের জন্য দ্বায়িত্বপ্রাপ্ত। অথচ এই ডাক বিভাগ দীর্ঘদিন ধরে নানান সমস্যায় জর্জরিত। এখানে লোকবল স্বল্পতার কারণে তারা সঠিক সেবা দিতে পারছে না। একজন পোস্টম্যানকে দুইজনের কাজ করতে হয়। তাদের বেতনভাতাও মানসম্মত নয়। তাই পরিবারের ভরনপোষণের জন্য বেতন ভাতা বৃদ্ধি করা উচিত। দেশের ডাক বিভাগকে আধুনিকায়ন করা জরুরি।
বুধবার (১৯ মার্চ) বিকেলে নগরীর নিউ মার্কেট সংলগ্ন জিপিও চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের মানুষ জিম্মি ছিল মন্তব্য করে ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামীলীগ সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজেদের স্বার্থ আদায় করেছে। পোস্ট অফিসগুলোকে তাদের দলীয় সংগঠনে পরিণত করেছিল। সন্ত্রাস ও দুর্নীতির কারণে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। যারা দুর্নীতি ও লুটপাটের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পতিত আওয়ামী সরকারের কোন দোসর যাতে বিএনপির শ্রমিক সংগঠনগুলোতে ঢুকতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকবে হবে।
ডা. শাহাদাত বলেন, বাংলাদেশ এখন ষড়যন্ত্রের জালের মধ্যে আটকে গেছে। সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের সরকার দরকার। সেই সরকার প্রতিষ্ঠা করতে হলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এটিই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। কারণ গত সাত মাসে বাংলাদেশ যেভাবে চলেছে, ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়।
প্রধান বক্তার বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, বিএনপি ও নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনের জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কারণ আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষা। দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি, দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম জিপিও'র সিনিয়র পোস্টমাস্টার মুহাম্মদ আবদুল্লাহ'র সভাপতিত্বে ও বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শহীদ ইকবালের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্বাঞ্চল পোস্টমাস্টার জেনারেল মো. ছালেহ আহমেদ, চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার মো. তৈয়ব আলী, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল শরীফ মো. সাইফুল্লাহ।