আশুগঞ্জে ধসে পড়ল নির্মাণাধীন স্টিল রাইস সাইলোর দুই টাওয়ার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ধসে পড়েছে নির্মাণাধীন আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর দুই টাওয়ার

ধসে পড়েছে নির্মাণাধীন আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর দুই টাওয়ার

সামান্য ঝড়েই ধসে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক রাইস স্টিল সাইলেরা’র দুই টাওয়ার (সি এইচ টাওয়ার)।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ঝড়ের সময় টাওয়ার দুটি ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বিষয়টিকে কাজের গাফিলতি ও অনিয়মের কারণেই এমন হয়েছে বলে দাবি করেছেন কেউ কেউ। তবে নির্মাণকারী কর্তৃপক্ষের দাবি, নির্মাণাধীন টাওয়ারের অনেক কাজ বাকি থাকায় ধসে পড়ে। ধসে পড়া টাওয়ারের স্থলে নতুন টাওয়ার নির্মাণ করা হবে। এদিকে প্রকল্পটির নির্মাণ কাজ চলমান এবং টাওয়ার ধসে পড়ার বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।

প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, প্রকল্পের অবকাঠামো নির্মাণে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তমা কনট্রাকশন’র সঙ্গে (০৪/০৪/২০১৮) চুক্তি করে খাদ্য মন্ত্রণালয়। একই বছর প্রকল্পের নির্মাণ কাজও শুরু হয় এবং এপ্রিল/২০২১ এর মধ্যে হস্তান্তরের কথা ছিল। কিন্ত করোনা মহামারি, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের টানাপোড়ন ও সরকারের পট পরিবর্তনের কারণে প্রকল্পের মেয়াদ ৪ দফা বৃদ্ধি করা হয়। সর্বশেষ মেয়াদে ডিসেম্বর/২০২৪ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও ৩০ নভেম্বর/২০২৪ পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৭৮-৮০ ভাগ। সর্বশেষ ৩০ নভেম্বর/২০২৪ উপদেষ্টা আলী ইমাম মজুমদার প্রকল্প কাজ পরিদর্শন করেন। আগামী ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

বিজ্ঞাপন

আধুনিক এ রাইস সাইলোর বৈশিষ্ট হলো- এটি ৩০টি স্টিল সাইলো বিনে গঠিত এবং প্রতিটি বিনের ধারণ ক্ষমতা ৩৫ হাজার টন। এতে কীটনাশক ছাড়া স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে চালের আদ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে চালের গুণগত মান বজায় রেখে ৩ বছর চাল সংরক্ষণ সম্ভব হবে। চাল প্যাকেট ও বস্তাবন্দি করতে এতে রয়েছে ৫০০ টন স্পিডের বেল্ট কনভেয়িং ও চেইন কনভেয়িং সিস্টেম-যা প্রতি ঘণ্টায় স্বয়ংক্রিয় মেশিনে ৫০ কেজির ৮০০ এবং ৫ কেজির ৯৬০০ প্যাকেট তৈরি করতে সক্ষম। নদীপথে চাল পরিবহনে ঘণ্টা য় ১২০ টন স্পিডে লোডিং কার্যক্রম সম্ভব হবে। এ প্রকল্পের আওতায় চাল রক্ষণের পাশাপাশি এখনে নির্মিত হচ্ছে অফিস স্টাফ ডরমেটরি বিল্ডিং, অফিসার্স ডরমেটরি, ইন্সপেকশন বাংলো, আনসার ব্যারাক, এমটি গানী বেগ গোডাউন, স্ক্রেপ গোডাউন, ওয়ার্কসপ কাম স্টোর, বৈদ্যুতিক সাবস্টেশন, ট্রাক পার্কিং এরিয়া ও অভ্যন্তরীণ সড়ক ইত্যাদি।

খোঁজ নিয়ে জানা গেছে, আধুনিক এ স্টিল সাইলো বিনে রক্ষিত চাল বিন থেকে মেঘনা নদীতে স্থাপিত জেটিতে নৌযানে পরিবহনের জন্য একটি স্বয়ংক্রিয় কনবেয়র ব্রিজ থাকবে। এ কনবেয়র ব্রিজটি ৬টি টাওয়ারের ওপর স্থাপন করা হবে। রোববার সন্ধায় ঝড়ে নির্মাণাধীন এ কনবেয়র ব্রিজের একটি টাওয়ার পাশের অপরটির টাওয়ারের ওপর হেলে পড়ে। এতে একটি টাওয়ার ধসে সম্পূর্ণভাবে মাটিতে ধসে পড়ে। টাওয়ার হেলে পড়ায় পুরাতন সাইলো‘র দেয়াল ঘেষে তৈরি করা প্রকল্পের টিনের গুদামঘর ক্ষতিগ্রস্ত হলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিষয়টি জানাজানি হলে সকালে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের ছবি নিতে বাধা দেয় প্রকল্প সংশ্লিষ্টরা। পরে এই প্রকল্পের অবকাঠামো নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান “তমা কনট্রাকশন” এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম বিষটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজন জানায়, কাজের মান খারাপ ও অনিয়মের কারণেই সামান্য ঝড়ে টাওয়ারটি ভেঙে পড়ে। কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

এব্যাপারে প্রকল্পের অবকাঠামো নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান “তমা কনট্রাকশন” এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম বলেন, টাওয়ারগুলি নির্মাণাধীণ এবং অনেক কাজ বাকি। তাই ঝড়ে পড়ে গেছে। পড়ে যাওয়া টাওয়ারের বিভিন্ন মালামাল সরানো হচ্ছে এবং এটি নতুন করে আবার তৈরি করা হবে।

এব্যাপারে প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান বলেন, প্রকল্পের নির্মাণ কাজ এখনো চলমান। তবে টাওয়ার ধসে পড়ার বিষয়টির খোঁজ-খবর নেয়া হচ্ছে।

উল্লেখ্য যে, দেশের খাদ্য মজুদ পর্যাপ্ত ও মজবুত করতে দেশের কয়েকটি স্থানে প্রায় ৩৬‘শ কোটি (৩৫,৬৪৯ কোটি ৪ লক্ষ) টাকার ব্যয়ে ৮টি আধুনিক স্টিল রাইস সাইলো নির্মাণের উদ্যোগ নেয় খাদ্যমন্ত্রণালয়। অর্ন্তভুক্ত এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫‘শ কোটি (৫৪০ কোটি ৪৫ লক্ষ ৪৯ হাজার ২৬৪ টাকা) ব্যয়ে আশুগঞ্জের পুরাতন কংক্রীট সাইলোর পাশে মেঘনা নদীরতীরে নির্মিত হচ্ছে আধুনিক স্টিল রাইস সাইলো।