শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে কাঠমিস্ত্রি আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. ইয়াসিন (৪৫) নামের এক কাঠমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ।

বিজ্ঞাপন

আটককৃত ইয়াসিন উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন কুট্টির ছেলে।

এর আগে সোমবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটির বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর নিয়ে জানা যায়, সোমবার রাত সাড়ে সাতটার দিকে ওই শিশুটি বাড়ির পাশে একটি দোকানে কেক কেনার জন্য যায়। এ সময় ওই দোকানে বসে ছিলো ইয়াসিন। কেক কিনে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টা করে সে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন কৌশলে পালিয়ে যায়।

এদিকে ঘটনাটি জানা জানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। এলাকাবাসী একজোট হয়ে ইয়াসিনের বাড়ি ঘরে হামলা চালাতে পারে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাত সাড়ে এগারোটার দিকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে রাত সাড়ে এগারোটার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।