উখিয়ার ভূ-রাজনৈতিক, কৌশলগত গুরুত্ব দিনে দিনে বাড়ছে

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

উখিয়ার ভূ-রাজনৈতিক, কৌশলগত গুরুত্ব দিনে দিনে বাড়ছে, বার্তা২৪

উখিয়ার ভূ-রাজনৈতিক, কৌশলগত গুরুত্ব দিনে দিনে বাড়ছে, বার্তা২৪

পাহাড় ও সমুদ্ররেখার মিলনে কক্সবাজারের উখিয়া উপজেলার ভূ-রাজনৈতিক, কৌশলগত গুরুত্ব দিনে দিনে বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। এ কারণে ইন্দো-প্যাসিফিক ভরকেন্দ্রের প্রান্তিক জনপদ ঐতিহ্যবাহী উখিয়া বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নের নেতৃত্বে চলে আসবে বলেও তারা মনে করেন।

সোমবার (১৭ মার্চ) চট্টগ্রামের নাসিবাবাদের একটি হোটেলে উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, সীমান্তের সংঘাত ও রোহিঙ্গা সমস্যার সমাধান হলে উখিয়ার উন্নয়নের গতি বেগবান হবে। জাতিসংঘ মহাসচিবের উখিয়াস্থ রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প পরিদর্শনের ফলে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হওয়ার আশাবাদ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, উখিয়া এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের জন্য বিখ্যাত। কিন্তু অচিরেই এ এলাকা ভূ-রাজনৈতিক ও কৌশলগত কারণে এবং আর্থিক ও পর্যটন সম্ভাবনার জন্য সামনের কাতারে চলে আসবে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি)-এর নির্বাহী পরিচালক এবং বার্তা২৪.কম'র অ্যাসোসিয়েট এডিটর প্রফেসর ড. মাহফুজ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান সহযোগী অধ্যাপক আক্কাস আহমদ।

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইনঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ এম আবু আহমদ।

আরও উপস্থিতি ছিলেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নুর মোহাম্মদ ইমন, চট্টগ্রাম কলেজের শিক্ষক মুহিব কাদেরী, এডভোকেট শেখ জামাল উদ্দিন শেকু, ছাত্রনেতা সালেহ আকরাম বাপ্পী প্রমুখ।