রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা, ছবি: বার্তা২৪.কম

রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা, ছবি: বার্তা২৪.কম

রমজান মাস শুরু হওয়ার পর থেকেই পর্যটকদের উপস্থিতি কমে গেছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায়। সারাবছর যে সৈকত থাকে পর্যটকের কোলাহলে মুখর, সেখানে এখন সুনসান নীরবতা।

রোববার (১৬ মার্চ) কুয়াকাটা সৈকত ঘুরে দেখা যায়, বিচের বেঞ্চগুলো খালি পড়ে আছে, স্পিডবোটগুলো অলস সময় পার করছে। অন্য সময় যেখানে পর্যটকের ঢল নামে, এখন সেখানে দেখা মিলছে হাতে গোনা কয়েকজন দর্শনার্থীর।

বিজ্ঞাপন

এই অবস্থায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কুয়াকাটার হোটেল-মোটেল ব্যবসায়ীরা। রুমের বুকিং কমে গেছে অনেকাংশে। ব্যবসায়ীরা আশা করছেন, রমজানের শেষ ভাগে কিছু পর্যটক আসতে পারে, তবে পুরো মাসেই ব্যবসা মন্দা যাবে বলে আশঙ্কা তাদের।

বিশেষ করে ক্ষতির সম্মুখীন হয়েছেন শুঁটকি, ঝিনুক, ছাতা, বেঞ্চসহ ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। পর্যটকদের অনুপস্থিতিতে অনেকে দোকান বন্ধ রেখেছেন, যারা চালু রেখেছেন, তারাও বেচাকেনা না থাকায় ইফতারের আগেই দোকান গুটিয়ে নিচ্ছেন।

বিজ্ঞাপন

সৈকতের এক আচার বিক্রেতা আরাফাত হোসেন বলেন, ‘পর্যটক নেই বললেই চলে। দিনে এক-দুইটা বিক্রি হয়, তারপরও দোকান চালু রাখছি। কিন্তু ইফতারের আগেই বন্ধ করে দেই, লাভ হচ্ছে না।’

পর্যটকদের ছবি তুলে জীবিকা নির্বাহ করেন ফটোগ্রাফার রহিম। তিনি বলেন, ‘মার্চ মাসে আমরা সবসময় পর্যটকদের ভিড় পাই। এবার পুরো চিত্র পাল্টে গেছে। ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু কেউ নেই। একশ টাকাও রোজগার করতে পারছি না।’

কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, রমজানের প্রথম দিকে পর্যটক কম থাকলেও শেষের দিকে কিছু বুকিং পাওয়া যায়। ঈদের সময় কিছু পর্যটক আসবে বলে আশা করছেন তিনি।

পর্যটক না থাকলেও কুয়াকাটায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলে জানিয়েছেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক কাজী শাখাওয়াত হোসেন তপু। তার ভাষ্য, ‘পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদের টহল টিম নিয়মিত দায়িত্ব পালন করছে।’