নীলফামারীতে ইটভাটার মালিক-শ্রমিকদের বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণের অভিযোগে চলমান ইটভাটা উচ্ছেদ অভিযানের প্রতিবাদে নীলফামারীতে ইটভাটা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আইন বাস্তবায়ন করছে প্রশাসন, যা তাদের জীবিকা হুমকির মুখে ফেলছে।

মঙ্গলবার (১১ মার্চ) ৩ টায় ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফজলার রহমান। এতে সংগঠনের সাধারণ সম্পাদক হারুণ উর রশিদ, সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক, জেলা আদালতের জিপি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, পিপি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, এবং শ্রমিক প্রতিনিধি গোলাম কুদ্দুস আইয়ুব বক্তব্য রাখেন।

এ সময় শ্রমিকরা বার্তা২৪.কমকে বলেন, শুধু ইটভাটা নয়, শিল্প কারখানা ও যানবাহনও পরিবেশ দূষণ করছে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। রমজানের সময় ভাটা বন্ধ হলে শ্রমিকরা কীভাবে পরিবার চালাবে?

বিজ্ঞাপন

মালিক সমিতির সভাপতি ফজলার রহমান বার্তা২৪.কমকে বলেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করে এখন আমরা লোকসানের মুখে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমাদের ইটগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। প্রশাসন আমাদের পথে বসিয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, ভাটা মালিকরা হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের দাবি মানা না হয়, তাহলে ঢাকায় মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, তিনি দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।