ঝালকাঠিতে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, আহত ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাশতলা গ্রামের নুরুল ইসলাম ফকিরের ঘরে এ ঘটনা ঘটে।

আগুনে একই ঘরে বসবসরত ৪ পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও মালামাল রক্ষা করতে গিয়ে গৃহকর্তী ফিরোজা বেগমসহ স্থানীয় অন্তত ৫ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বাশতলা গ্রামের নুরুল ইসলাম ফকিরের টিনের ঘরের দক্ষিণ পশ্চিম পাশের বাথরুমে সোয়া ৫ টার দিকে আগুন জ্বলতে দেখে ঘরের লোকজন ডাক চিৎকার শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ঘরে থাকা মালপত্রসহ পুরো ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ওই ঘরে নুরুল ইসলাম ফকিরের ৩ ছেলে ঢাকার পল্টন থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফিরোজ আলম, ফেরদৌস ও সাইফুল আলাদা আলাদা কক্ষে বসবাস করতো৷ আগুন পুড়ে সবাই নিস্ব হয়ে দিশেহারা হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ফিরোজ আলম অভিযোগ করে জানান, স্থানীয় একটি চক্রের সাথে বিরোধ থাকায় তারা কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিলো। গত রাতে বসতঘরে ইটপাটকেল নিক্ষেপও করেছে। ওই দুবৃত্তরাই ঘরের লোকজনকে মেরে ফেলের জন্য পরিকল্পিতভাবে ঘরে আগুন দিয়েছে বলেও অভিযোগ করে জড়িতদের বিচার দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, আগুনের কারন জানা যায়নি। ক্ষতিগ্রস্তরাও আগুন লাগার কারনও জানাতে পারেনি। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

রাজাপুর থানার এসআই শুভ্রত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারন জানা যায়নি, আগুন দিতেও কাউকে দেখেনি ক্ষতিগ্রস্তরা। অভিযোগের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।