বোমা ফাটিয়ে স্বর্ণকার পট্টিতে ডাকাতির চেষ্টা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝালকাঠি শহরে ইফতারির সময় বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় জনতার ধাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়।

রোববার (৯ মার্চ) সন্ধ্যায় শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপ গাড়িতে এসে বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা করে। এসময় স্থানীয় দোকান মালিকরা চিৎকার দিলে জনতার প্রতিরোধে ডাকাতির চেস্টা ব্যার্থ হয়। ডাকাত দল পিকআপ থেকে বোমা নিক্ষেপ করতে করতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে পালিয়ে যায়।

ডাক্তারপট্টি সড়কটি শহরে স্বর্নকার পট্টি হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে স্বর্নের দোকান ডাকাতি করাই ডাকাত দলের উদ্দেশ্য ছিল। ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল স্বর্নের দোকানসহ অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর পরপরই ঘটনাস্থলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

বিজ্ঞাপন

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ইফতারের পর পর কিছু দুর্বৃত্ত ককটেল জাতীয় কিছু ফাটিয়ে ডাকাতির চেষ্টা চালায়। পরে তারা পালিয়ে যায়। এদের সনাক্ত করে গ্রফতারের চেষ্টা চালানো হচ্ছে।