লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক্টরের ধাক্কায় আব্দুস সোবহান রাইহান (৬) নামের মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৯ মার্চ) বিকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা স্টেশন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আব্দুস সোবহান রাইহান বাউরা ইউনিয়নের নবীনগর স্টেশন পাড়ার ট্রাকচালক শরিফুল ইসলাম বাবুর দ্বিতীয় সন্তান ও বাউরা খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে বাউরা খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন আব্দুস সোবহান রাইহান। এ সময় বিপরীত দিক বড়খাতা থেকে ছেড়ে আসা একটি বালুভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিকাল সাড়ে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরের ধাক্কায় আব্দুস সোবহান রাইহান নামের এক মাদ্রাসা ছাত্রের নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ গিয়েছে।